বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ, ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, চাচা-চাচি আটক

 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের চাচা-চাচিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামে ঘটনাটি ঘটে বলে গোসাইরহাট থানার ওসি মো. আসলাম শিকদার জানিয়েছেন।

নিহত ২৬ বছর বয়সী সুজন সরদার ওই গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।

আটকরা হলেন নিহতের চাচা জাকির সরদার (৪৭) ও তার স্ত্রী সামচুর নাহার (২৮)।

স্থানীয়দের বরাতে ওসি মো. আসলাম শিকদার বলেন, সুজনের ঘরের পাশের কলা বাগান থেকে ৮টি গাছ কেটে ফেলেন জাকির সরদার। এ সময় গাছ কাটতে বাধা দেন সুজনের বোন আমেনা খাতুন ও মা রাশেদা বেগম।

“গাছ কাটার কারণ জানতে চাইলে আমেনাকে দা দিয়ে কোপ দেন জাকির। এতে আমেনার মাথায় গুরুতর জখম হয়।”

তিনি আরও বলেন, বোনের চিৎকার শুনে সুজন ঘর থেকে বের হয়ে চাচার সঙ্গে তর্কে জাড়ান। এক পর্যায়ে জাকির তার হাতে থাকা দা দিয়ে সুজনের মাথায় কোপ দেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ জাকির সরদার ও তার স্ত্রীকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মো. আসলাম শিকদার জানান।