
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রুদ্রকর মঠ
রুদ্রকর মঠ প্রায় তনি’শ পঞ্চাশ বছররে প্রাচীন। এখনো কালরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছ। সুউচ্চ এই মঠটি শরীয়তপুর জলোর সদর উপজলোর রুদ্রকর ইউণিয়নে অবস্থতি। যা রুদ্রকর জমিদার বাড়ি মঠ নামেও পরচিতি।
এর উচ্চতা প্রায় ১৫০ মিটার। নিচের চার কোণায় চারটি ছোট মন্দরি রয়ছে। তৃতীয় তলায় মূল টাওয়ারের গায়ে চারপাশে চারটি দেবী র্মূতির অলংকরণ রয়েছে। উপররে অংশ নিমাণে রয়েছে প্যাগোডার সাদৃশ্য।