
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মো. রোমান আকন্দ’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” সম্পর্কিত ২ শতাধিক শিশুতোষ বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে শরীয়তপুরের সাজনপুর মর্ডান কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ বই বিতরণ করা হয়। এতে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” সম্পর্কিত ৪ ধরণের বই রয়েছে। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোহাগ হাওলাদার সহ শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।