শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না শরীয়তপুরবাসী

 

স্বপ্নের পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরার বুকের ওপর দিয়ে গেলেও সুফল পাচ্ছেন না জেলাবাসী। শরীয়তপুর জেলার সরু রাস্তার প্রায় ৫-৭ পয়েন্টে তীব্র যানজটের পাশাপাশি খানাখন্দ থাকায় প্রতিনিয়তই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এদিকে পরিবহণ ব্যবসায়ীরা পূর্বপ্রস্তুতি হিসাবে শতকোটি টাকা ব্যয়ে নামিয়েছেন বড় বড় বাস। বিআরটিসিসহ ডজন খানেক পরিবহণ চলছে অপ্রশস্ত এ রাস্তাটিতে। এ পুরোনো রাস্তায় চলাচল করা মানেই প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হওয়া।

শরীয়তপুর-ঢাকা মহাসড়কের ৩টি প্যাকেজে দরপত্র আহ্বান করলেও মাত্র একটির কাজ চলছে। তাও অত্যন্ত ধীরগতিতে চলা এ কাজে অনেক জায়গায় এখনো হাত দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বেড়েই চলছে জনদুর্ভোগ।

এরই মধ্যে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ১৭ নভেম্বর বিআরটিসির একটি বাস নড়িয়ার জামতলা এলাকায় খাদে পড়ে প্রায় ২০-২৫ যাত্রী গুরুতর আহত হন। এর কয়েকদিন আগে একই জায়গায় মাইক্রোবাস নিয়ে সপরিবারে খাদে শিশুসস্তনসহ মারা যান শরীয়তপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাশেদুল ইসলাম রাশেদ। এরকম কয়েকটি ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে ঝরে গেছে আরও বেশ কয়েকটি প্রাণ। ফলে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে, এভাবে কত প্রাণের বিনিময়ে তাদের পদ্মা সেতুর সুফল ভোগ করার সৌভাগ্য হবে?

জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার বলেন, রাস্তাটি যথাসময়ে না হওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে রাস্তার কাজ চলছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুল ইসলাম জানান, দুই লেনের রাস্তার চলমান কাজ শিগগিরই শেষ হবে। এছাড়া চার লেনের জন্যও জমি অধিগ্রহণ কার্যক্রম চলছে।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ২০১৯ সালে বিল উত্থাপিত হলে তা ২০২০ সালে পাশ হয়ে আমাদের কাছে এসে পৌঁছায় ২০২১-এর নভেম্বরে। রাস্তার কাজ চলছে। এছাড়া এ পথে বিভিন্ন বাস চলাচলের ক্ষেত্রে অনিয়মগুলো আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

শরীয়তপুর-১ আসনের সংসদ-সদস্য ইকবাল হোসেন অপু বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে যাতে সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়, সে লক্ষ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে।