শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

ভাসানচর পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত

 

রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা দেখতে নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূতসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে হেলিকপ্টারে দলটি ভাসানচর পৌঁছায়। একই সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের আরেকটি প্রতিনিধি দলও ভাসানচর আসে। পরে উভয় প্রতিনিধি দলের সদস্যরা একসঙ্গে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের জীবনযাত্রার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।

মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতরা ভাসানচরের ব্যবস্থাপনা দেখে খুবই খুশি। আন্তর্জাতিক মান রক্ষা করেই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শন শেষে তারা সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।