
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের একদিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।
এবার মুলতানের প্রস্তাব পাওয়ার পর ফিজিওর সঙ্গে পরামর্শ করেছিলেন তাসকিন। তিনি বলেন, সুলতান্স খেলার প্রস্তাব দিয়েছিল। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম। তিনি বললেন, তুমি ফিট আছো তারপরও আমার মনে হয় আরেকটু অনুশীলন করলে ভালো হয়। খেলতে গেলে হালকা চোট পেলে ইংল্যান্ড সিরিজ মিস হয়ে যেতে পারে।’
এর আগে আইপিএলের গত আসরে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেবার বিসিবি অনুমতি দেয়নি। তাসকিনও জোরাজুড়ি করেনি। সেবার বোর্ড তাকে কিছুটা ক্ষতিপূরণ দিয়েছিল।
আইপিএলে না খেলা নিয়ে তাসকিন বলেন, ‘সেবার বোর্ড আমাকে কিছুটা দিয়েছিল। এ নিয়ে কোনো আক্ষেপ নেই। ধারাবাহিক ভালো খেলতে থাকলে আজ না হয় কাল আইপিএলে আবারও সুযোগ আসবেই।’
ইংল্যান্ড দল ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে। তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলবে তারা। প্রথম ওয়ানডে ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।