শরীয়তপুরের জাজিরায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপনে সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০-মার্চ) বেলা সারে ১০টার সময় জাজিরা উপজেলা পরিষদে এই মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের (সংরক্ষিত) ভাইচ চেয়ারম্যান পারভীন আক্তার এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এমদাদ হোসেন মাদবর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: নজরুল ইসলাম, জাজিরা পৌরসভার কাউন্সিলর মো: রতন বেপারী এবং কাউন্সিলর মো: সোলায়মান সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই একটি সচেতনতা র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মাঠে অগ্নিনির্বাপণ বিষয়ে ফায়ার সার্ভিসের জাজিরা স্টেশনের সদস্যরা মহড়া প্রদান করেন এবং সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।