বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ, ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫

কাউন্টার পরিচালনা নিয়ে দ্বন্দ্ব, শরীয়তপুরে বসতঘরে হামলা ভাঙচুর, আহত ৫

 

শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বাস কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়েছে। এ সময় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কলম ঢালী কান্দী এলাকায় গত শুক্রবার রাতে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তান রোকন ঢালী পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় মুক্তিযোদ্ধার সন্তান রোকন ঢালী বৈধভাবে বাস কাউন্টার পরিচালনা করে আসছেন। একই স্থানে আনিচ ঢালী ও হিরোন ঢালী গং অবৈধভাবে নিজেরা কাগজ বানিয়ে বিভিন্ন বাস থেকে টাকা তোলেন। এতে বাধা দেওয়ায় নাওডোবা কলম ঢালী কান্দির মৃত বীর মুক্তিযোদ্ধার সন্তান রোকন ঢালীর বাড়িঘরে আনিচ ঢালী ও হিরোন ঢালী গং রামদা, টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় তাকে না পেয়ে তার বোন ময়না বেগমকে মারধর করে আহত করা হয়। তার চিৎকারে এগিয়ে এলে চাচা সালাম ঢালী ও প্রতিবেশী ফোরকান উদ্দিনসহ পাঁচজনকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।