রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫

ডামুড্যায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

 

ডামুড্যায় সড়কে যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগে বুধবার শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কালাম চৌকিদার দীর্ঘদিন ডামুড্যা উপজেলায় অটোরিকশা, থেকে প্রতিদিন ৫০ টাকা করে তুলতেন। এছাড়া নতুন কোনো গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার করে টাকা দিতে হতো। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তার লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নিত।

বুধবার জুলফিকার আলী নামে এক ব্যক্তি ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করে কালাম চৌকিদারের বিরুদ্ধে। ওই অভিযোগে কালাম চৌকিদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জায়গা দখল করে অফিস বানানোসহ এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে, আটটি মামলা আদালতে চলমান রয়েছে। ওসি শেখ শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।