
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিন বড় কাচনা গ্রামের এক বাড়ির পরিত্যাক্ত স্থান থেকে ২৪টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার (২৮-এপ্রিল) সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পিছন থেকে চার ব্যাগে (২৪টি) তাজা ককটেল বোমা উদ্ধার করেছেন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান
গোসাইরহাট থানা পুলিশ উপ -পরিদর্শক মতিউর রহমান জানান, দুপরে নাগেরপাড়া ইউনিয়ন থেকে একজন আমাকে ফোন করে বলেন তার বাড়ির পাশে একটি ব্যাগ দেখা গেছে তার তথ্যের ভিত্তিতে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিন বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পিছনে পরিত্যাক্ত স্থান থেকে ২৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।