
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বাদ জোহর মরহুমার নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী প্রকৌশলী আবুল হাসেম মিয়া, বড় ছেলে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, মেজো ছেলে মেজর জেনারেল আমিনুল হক স্বপন ও ছোটো ছেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম। এছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ওহাব ব্যাপারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন প্রমুখ। নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।