শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

দুই সভাপতির শাস্তি দাবি শরীয়তপুরে আইনজীবী সমিতির মানববন্ধন দুপক্ষের ধাক্কাধাক্কি

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির টাকা আত্মসাতের অভিযোগে বর্তমান ও সাবেক সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার মানববন্ধন করেছে সাধারণ সদস্যরা। এ সময় মানববন্ধনকারীদের সঙ্গে সাবেক সভাপতি জহিরুল ইসলামের অনুসারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। জহিরুল ইসলামের সমর্থকদের দাবি মানববন্ধনে সব আইনজীবীকে দাওয়াত দেওয়া হয়নি। এছাড়া জহিরুল ইসলাম এফডিআরর ১ কোটি ৯২ লাখসহ আইনজীবীদের বিভিন্ন আয়ের টাকা আত্মসাতে জড়িত নয়। সাবেক সভাপতি জহিরুল ইসলাম বলেন, আমি একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত। তাই তারা আমাকে হেয় করার জন্য তারা এ কাজটি করেছে। টাকা আত্মসাতের ব্যাপারে বর্তমান সভাপতি আবু সাঈদ দায় স্বীকার করেছে। কিছু টাকা জমাও করেছে। আমি এ ঘটনায় জড়িত নয়। আইনজীবী মুরাদ হোসেন মুন্সি বলেন, কতিপয় আইনজীবী ও তাদের সমর্থকরা মানববন্ধনে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এ ব্যাপারে বর্তমান সভাপতি আবু সাঈদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।