
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে একজন ব্যতিক্রমধর্মী সরকার প্রধান। শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় মাতৃত্বকালীন ভাতা নিয়ে তার চিন্তা শুরু হয়। ওই শিশু যখন বৃদ্ধ হয়, তখন যেন সে বয়স্ক ভাতা পেতে পারে সেখানে গিয়ে তার চিন্তা শেষ হয়। বুধবার শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, এসপি মো. মাহবুবুল আলম, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, পৌর মেয়র পারভেজ রহমান, মেয়র এ্যাভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা জহির শিকদার, নড়িয়া উপজেলা পরিষদের সদস্য জাকির বেপারী প্রমুখ ।