
শ্রমিক রাকিব হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জনগনের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়। আজ রোববার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিহত রাকিব হোসেন বাবু মোল্লার বাবা নুর ইসলাম মোল্ল্যা, মা রাজিয়া বেগম, আবুল হোসেন, আমিনুল ইসলাম, ফুলমালা বেগম, সাথী আক্তার, নোহান আক্তার, নারগির্স বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রমাসকের মাধ্যামে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রধান করেন।
উল্লেখ্য, ঈদের জামা কেনার উদ্দেশ্যে রাকিব হোসেন বাবু তার বন্ধু জুবায়ের, রায়হান, মুন্না ও ইমনের ডাকে গত ২৫ রমজানের (১৭ এপ্রিল) ইফতার শেষে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক রাত হয়ে গেলেও রাকিব বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পালং মডেল থানায় নিখোজে বাবা নুরু ইসলাম ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশ খান গ্রামের চৌকিদার বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে ধানী জমিনে হাটু পানিতে কয়েকজন শিশু খেলতে গিয়ে হাড়গোড় দেখতে পায়। এরপর শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে হাড়গোর উদ্ধার করে। আজ বুধবার একই স্থান থেকে পুলিশ মরদেহটির মাথা উদ্ধার করে। উদ্ধারের সময় হাড়গোরের পাশে একটি জার্সি ও মোবাইল দেখে রাকিবের পরিবার তার মরদেহ বলে শনাক্ত করে।