বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ, ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫

শরীয়তপুর পৌরসভা বেশির ভাগ পাকা সড়ক খানাখন্দে ভরা

 

শরীয়তপুর পৌরসভার বেশির ভাগ পাকা সড়কই বেহাল। খানাখন্দ ও গর্তে ভরা এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত নাগরিকদের দুর্ভোগে পড়তে হচ্ছে, বাড়ছে ক্ষোভ।

পৌরসভা সূত্র জানায়, ২৫ বর্গকিলোমিটারের শরীয়তপুর পৌরসভার যাত্রা শুরু ১৯৮৫ সালে। ২০০৫ সালে এটি প্রথম শ্রেণির মর্যাদা পায়। জনসংখ্যা ৬০ হাজার। পৌর এলাকায় পাকা সড়ক রয়েছে ৪৫ কিলোমিটার। এর মধ্যে ২৭ কিলোমিটার বেহাল। এর বাইরে ৪৬ কিলোমিটার ইট বিছানো ও ৬০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে।

পিকআপ ভ্যানের চালক হাতেম আলী বলেন, প্রতিদিন পৌরসভার বিভিন্ন সড়ক দিয়ে তাঁকে চলাচল করতে হয়। সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। ফলে শরীরে ব্যথা হয়ে যায়। গাড়িরও ক্ষতি হয়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

রিকশাচালক হাফিজুর রহমান বলেন, বছরের পর বছর সড়কগুলো খারাপ অবস্থায় রয়েছে। এরপরও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

জানতে চাইলে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীয়তপুর চোখকে বলেন, ‘পৌরসভার যা আয় হয়, তা দিয়ে সড়ক সংস্কার করা যাচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থের ওপর আমাদের নির্ভর করতে হয়। এই মুহূর্তে তাদের কাছ থেকে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বরাদ্দ পাওয়ার চেষ্টা চালাচ্ছি।’