
পদ্মা সেতু দিয়ে ট্রেন চলার দৃশ্য দেখতে সেতুর দক্ষিণ পাশে শরীয়তপুরে জাজিরার নাওডোবা প্রান্তে মানুষের ঢল নামে। আমজনতার মধ্যে দেখা দেয় বাঁধভাঙ্গা উচ্ছ¡াস। মঙ্গলবার ভোর থেকেই পদ্মার দক্ষিণ প্রান্তে নাওডোবায় রেল সড়কের দু’পাশে হাজার হাজার জনতা ভীর জমায়। শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা পালং-জাজিরা এলাকা ও নড়িয়া-সখিপুর থেকেই প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। উদ্বোধনের পর দুপুর ১ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি জাজিরার নাওডোবা প্রান্তে আসলে ব্যানার-ফেস্টুনে সজ্জিত হাজার হাজার জনতা হাত নেড়ে, ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
হাজার হাজার নারী-পুরুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্লেকার্ড বহন করে ¯েøাগান ও সঙ্গীতের তালে তালে পদ্মাসেতু প্রান্তে গিয়ে জড়ো হয়। সবমিলিয়ে উচ্ছ¡সিত জনতার ঢল নামে পদ্মার দক্ষিণ প্রান্তে। এদিকে উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে বহন করে আসা ট্রেন দেখে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে লাখ লাখ জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জ্ঞাপন করেন। লাখো জনতার আনন্দ-উচ্ছ¡াসে এক সময়ের ভাঙ্গন কবলিত পদ্মা পাড়ের আকাশ-বাতাস বিমোহিত হয়ে ওঠে। সরকারের উন্নয়নের নানা ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো পদ্মা সেতু এলাকা। পদ্মা সেতু নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও তাঁর জন্য দোয়া করেন উপস্থিত হাজারো জনতা।