রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫

ইসরাইলি হামলার প্রতিবাদে শরীয়তপুরে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শরীয়তপুর জেলা উলামা পরিষদ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আজ শনিবার সকালে শরীয়তপুর জেলা উলামা পরিযদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শরু করে শরীয়তপুর- ঢাকা মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা অতিদ্রæত হামলা বন্ধের আহবান জানান।

এ সময় উক্ত সমাবেশে শরীয়তপুর জেলা উলামা পরিষদের সভাপতি উসমানীয় কওমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা সাব্বির আহাম্মেদ উসমানী, শরীয়তপুর ইসলামীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান সহ অনেকে ।