
ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সুরেশ্বর পদ্মা নদী থেকে ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং উদ্ধারকৃত ৩ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।