বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ, ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫

শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মারামারির পুরোনো এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জুয়েল মাদবর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। বেলা ১২টার দিকে নড়িয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। পরে তাকে নড়িয়া থানা পুলিশ একটি মারামারির মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠিয়েছে।

জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা বলেন, সারাদেশে হরতাল চলছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করতে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে জুয়েল মাদবরকে গ্রেফতার করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জুয়েল মাদবর নামে একজনকে মারামারির এক মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।