বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ, ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫

শরীয়তপুরে মধ্যরাতে পুড়ল ১১ দোকান

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মধ্যরাতে এক বাজারে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে গেছে।

শুক্রবার রাত ২টায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারে এ ঘটনা ঘটে বলে নড়িয়া ফায়ার সার্ভিসের টিম লিডার তপন কুমার ঘোষ জানান।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর- ২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল শামীম।

এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- সঞ্জয় পাল ও অরুণ পালের মিষ্টির দোকান, আনোয়ার শিকদার ও নুরু প্রধাননীয়ার মুদি দোকান, মসিউর রহমান শামিম ও বোরহান মাঝির ফার্মেসি দোকান, বাচ্চু মালের কাচা মালের দোকান, জামাল সরদারের কাপড়ের দোকান এবং আব্দুল গনি হাওলাদারের সার ঔষধ ও কীটনাশকের দোকান।

তিনি বলেন, খবর পেয়ে ওই এলাকায় নড়িয়া ও ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

“আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ”

যদিও ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি, আগুনে অন্তত ৭৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।