
আমাদের দেশে যুগ যুগ ধরে কামারা বিভিন্ন রকম জিনিসপাতি তৈরি করে আসতেছে। কামার এরা বিভিন্ন রকম দৈনন্দিন জীবনের জিনিসগুলো তৈরি করে থাকে। এর মধ্যে দা কোরাল বটি আরো অন্যান্য জিনিস।এসব জিনিস আমাদের দৈনন্দিন কাজে লাগে। তারা সেই প্রাচীনকাল থেকে মানুষদের জন্য বিভিন্ন রকম এসব জিনিসপাতি তৈরি করে আসতেছে।
কামার এরা সাধারণত লোহার তৈরি বিভিন্ন রকম জিনিস তৈরি করে থাকে। তাদের প্রধান কাঁচামাল হল এই লোহা।তারা এই লোহা গুলোকে গলিয়ে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে। এতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। কামারদের দোকানগুলো সাধারণত স্থায়ী হয়ে থাকে বিভিন্ন হাটবাজারে।
শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা শহরে একটি কামারের দোকান রয়েছে। সেখানে দুটি কামার একসঙ্গে কাজ করে।তারা বিভিন্ন রকম জিনিস পাতি তৈরি করে। বিশেষ করে তারা কাঁদে বটি পাশন এগুলো জিনিস সব থেকে বেশি তৈরি করে। কারন এগুলো জিনিসের চাহিদা গ্রাম্য মানুষের সব থেকে বেশি। তারা প্রধানত লোহা কিনে আনে এরপর সেগুলোকে উত্তপ্ত করে কয়লা দিয়ে।