
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে তৃপ্তি জর্দা’ নামে একটি জর্দা কারখানা। জর্দা তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়। এসব কেমিক্যালে সহজেই ক্যান্সারসহ মানুষ জটিল রোগে আক্রান্ত হন। কারখানার আশপাশের বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, জর্দায় ব্যবহৃত ক্ষতিকারক কেমিক্যালের কারণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। নাঈম হোসেন, জসিম বেপারী, সুমাইয়া আক্তার বলেন, এ এলাকায় জর্দার গন্ধে আমাদের ও স্কুল ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে।