রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫

জাজিরায় ভ্যানের জন্য হত্যা করা হলো কিশোর চালককে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হলো নামক এক কিশোর ভ্যান চালককে। নিহত প্রান্ত জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আতিকুর রহমানের ছেলে।
নিহত প্রান্তের পরিবার সূত্রে জানা যায়, গত (১২-ফেব্রুয়ারি) রোববার নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে কাজীরহাট বাজারের উদ্দেশ্যে বের হয় প্রান্ত। তারপর থেকেই নিখোঁজ ছিলো ছেলেটি। এই বিষয়ে পরদিন (১৩-ফেব্রুয়ারি) জাজিরা থানায় ৫৯৩ নম্বরের একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের স্বজনরা।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে নুরুল ইসলাম নুরু(৩৫) নামের একজনকে আটক করে তার স্বীকারোক্তির মাধ্যমে শুক্রবার সকাল ১০ টার সময় সেনেরচর আফাজ উদ্দিন বেপারী কান্দির একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে সন্দেহভাজন মোট চারজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
নিহত প্রান্ত’র মামা এসকান্দার আলী জানান, আমার ভাগিনা প্রান্ত’র বাবা মারা যাওয়ায় পড়াশোনা করতে পারেনি বরং ভ্যান চালিয়ে সংসার চালাতো। গত (১২-ফেব্রুয়ারি) স্বাভাবিকভাবেই ভ্যান নিয়ে কাজীরহাটে যাওয়ার পর থেকেই তাকে আর খুঁজে পাইনি আমরা। অবশেষে আজ শুক্রবার র লাশ পেলাম, সামান্য ভ্যানের জন্য আমার ভাগিনাকে মেরে ফেললো ওরা।
তদন্ত কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল ইসলাম জানান, গত (১৩-ফেব্রুয়ারি) জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আতিকুর রহমানের ছেলে প্রান্ত(১৪) নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হলে তা তদন্ত করতে গিয়ে আসামিদের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে লাশটি উদ্ধার করি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা  তদন্ত করতে গিয়ে প্রথমে নুরুল ইসলাম নুরু নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে প্রান্তকে ভ্যান নেয়ার জন্য হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো স্থানে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।