শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

জাজিরায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

জাজিরায় “মসজিদের ইমাম, খতিব ও আলেম উলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাজিরা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২১-ফেব্রুয়ারী) সকাল ৯ টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপিজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসাইন এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
জাজিরা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের অংশগ্রহণে অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মশালা শেষে (২১-ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান হয়।