
সেতুর ৩৯তম স্প্যানরে নিচে খননযন্ত্র বসিয়ে তোলা হচ্ছে বালু। স্প্যানের গোড়ায় মেশিন বসিয়ে রাতদনি চলছে বালু তোলার কাজ। একের পর এক বাল্কহডে (বালুবাহী ট্রলার) সেই উত্তোলিত বালু বয়ে নিয়ে যাচ্ছে।
জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নিচ থেকে বালু উত্তোলন চলছে। তিনটি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রতিষ্ঠান। এই বালু দিয়ে করা হচ্ছে একটি সরকারি প্রকল্পের ভূমি উন্নয়নরে কাজ।