
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে দুটি প্যানেল ১৫টি পদে ২২জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্য থেকে সহ- সভাপতি পদে এডভোকেট রাকিবুল হক রুমান, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আসিফ হোসেন সেজান, লাইব্রেরি সম্পাদক পদে মঈনুল ইসলাম ওদুদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়।
১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ আবু সাঈদ নির্বাচিত হোন। সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হোন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে মোঃ কামরুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে মোঃ মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে মোঃ নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে মোঃ আবুল কাশেম সরদার, অডিট সম্পাদক পদে ১৫৭ ভোট পেয়ে মোঃ জসিমউদ্দিন নির্বাচিত হোন।
এছাড়াও সদস্য পদে মোঃ আলমগীর হোসেন হাওলাদার, ড. আমিনুল ইসলাম, আবুল কাশেম ফজলুল হক, আতাউর রহমান সোহেল ও মোঃ শহিদুল ইসলাম সজিব নির্বাচিত হোন। ২৫১ জন ভোটারের মধ্যে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২৪৬ জন ভোট প্রদান করেন।